Site icon Jamuna Television

আজও রাজধানীতে ফিরছে নগরবাসী, ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

পরিবার-পরিজনের সাথে ঈদের ছুটি কাটিয়ে আজও রাজধানীতে ফিরছেন নগরবাসী। তবে শেষ দিনে রেলে শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ রোববার (১৭ জুলাই) সকাল থেকেই রাজধানীর কমলাপুরে বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেনগুলো যাত্রীতে পূর্ণ ছিল। তবে প্রায় সবগুলো ট্রেনই ঢাকা পৌঁছেছে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে।

এর মধ্যে একাধিক ট্রেন ৮ ঘণ্টারও বেশি সময় পর কমলাপুর পৌঁছায়। এতে কমলাপুরে থেকে রওনা হওয়ার জন্য অপেক্ষায় থাকা সেইসব ট্রেনের যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

যাত্রীরা জানান, ঈদ যাওয়ার ভোগান্তির চেয়ে আজ ফেরার ক্ষেত্রে দুর্ভোগ অনেক বেশি হয়েছে। গতকাল জয়পুরহাটে একতা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনা এই শিডিউল বিপর্যয়ের কারণ বলে জানিয়ে রেল কর্তৃপক্ষ। এদিকে, ঈদ পরবর্তী ছুটি নিয়ে আজও কেউ কেউ রাজধানী ছেড়ে গেছে।

আরও পড়ুন: আজ চারটি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে ইসি

জেডআই/

Exit mobile version