১৭ বছর পর সন্তান ও শতাধিক বরযাত্রী নিয়ে বিয়ের অনুষ্ঠান করলেন দম্পতি

|

সাইফুল-হেলেনা খাতুন দম্পতি।

কুষ্টিয়া প্রতিনিধি:

বিয়ের প্রায় ১৭ বছর পর শতাধিক বরযাত্রী নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন কুষ্টিয়ার এক দম্পতি। বরযাত্রীদের মধ্যে আত্মীয়স্বজন, প্রতিবেশীদের পাশাপাশি ছিলেন তাদের সন্তানেরাও। গান বাজনার তালে এ দম্পতি ও বরযাত্রীরা ঘুরেছেন সাতটি গ্রাম। এই দম্পতি হলেন কাঞ্চনপুর গ্রামের দিয়ানত ইসলামের ছেলে মো.সাইফুল ইসলাম ও মৃত লোকমান শাহের মেয়ে হেলেনা খাতুন।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম বলেন, ইচ্ছা পূরণ করতে ১৭ বছর পর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করলাম। আমাদের ১০ বছর বয়সের ছেলে ও ৭ বছর বয়সের মেয়েও অনুষ্ঠানে ছিল। বরযাত্রী নিয়ে গানবাজনা করে সাত গ্রাম ঘুরেছি।

জানা গেছে, সাইফুল ও হেলেনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ১৭ বছর আগে তাদের বিয়ে হয়। তবে তখন সাইফুলের বিয়ের অনুষ্ঠান করার মতো সামর্থ্য ছিল না। তাই সাইফুল মনে মনে পণ করেছিলেন, সামর্থ্য হলে অন্তত একশ বরযাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করবেন। সেই ইচ্ছা পূরণ করতে আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং তাদের দুই সন্তানসহ শতাধিক বরযাত্রী নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি।

বিয়ের অনুষ্ঠানে গান বাজিয়ে বরযাত্রী নিয়ে বর-বউ গ্রামে গ্রামে ঘুরছে। বিষয়টি এলাকায় বেশ আলোচিত হয়েছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেখানেও ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ব্যতিক্রমী এই বিয়ে দেখতে ওই দম্পতির বাড়িতে ভিড় জমাচ্ছে মানুষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply