‘আ. লীগ ক্ষমতায় থাকলে কোনো ইসির পক্ষেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো ইসির পক্ষেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৭ জুন) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের প্রধান সংকট গণতন্ত্রহীনতা। নির্বাচনী ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ, এমন অভিযোগও করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, চিরকাল ক্ষমতায় থাকতেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় সরকার। এ সময় নড়াইলের ঘটনার নিন্দা প্রকাশ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজ না করার আহ্বান জানান মির্জা ফখরুল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply