
ছবি: সংগৃহীত
৫ হাজার শিশুসহ মোট ৩০ হাজার ইউক্রেনীয় বাসিন্দাকে নিরাপদ করিডরের মাধ্যমে সরিয়ে নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। রোববার (১৬ জুলাই) এমন প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ঝুঁকিতে থাকা বেশ কয়েকটি অঞ্চলে চালানো হয়েছে উদ্ধারকাজ। একদিনের অভিযানে সরিয়ে নেয়া হয়েছে এ সংখ্যক মানুষকে। নিয়ে যাওয়া হয়েছে রাশিয়ায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষের সহায়তা ছাড়াই এ প্রক্রিয়া সম্পন্ন হয় বলেও জানায় কর্তৃপক্ষ।
ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে এখনও পর্যন্ত ২৬ লাখের বেশি ইউক্রেনীয়কে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে রাশিয়া। যার মধ্যে ৪ লাখের বেশি শিশু।
আরও পড়ুন: পেট্রোল-ডিজেল নয়, ৯ বছর ধরে রান্নার তেল দিয়েই গাড়ি চালাচ্ছেন ভারতের যুবক!
এদিকে, ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নাগরিকদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার জন্য অভিযুক্ত করেছে। তাদের মতে, ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে দত্তক দেয়া হবে রাশিয়ানদের কাছে।
জেডআই/



Leave a reply