Site icon Jamuna Television

পিৎজা খাওয়ার চুক্তিতে বিয়ে করলেন ভারতীয় তরুণী

‘মাসে একটি পিৎজা’ খাওয়া যাবে এমন চুক্তি করে বিয়ে করেছেন দুই ভারতীয় তরুণ-তরুণী। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। খবর বিসিসির।

মূলত কনের অতিরিক্ত পিৎজা খাবার প্রবণতা কমাতেই বিয়ের মঞ্চেই লিখিত এ চুক্তিপত্রে সই করেন শান্তি প্রসাদ-মিন্টু রায় দম্পতি। শান্তির অতিরিক্ত পিৎজা খাওয়া নিয়ে চার বছরের প্রণয়ে বিরক্ত হয়ে ওঠেন মিন্টু। প্রতিদিন পিৎজা খেতে খেতে হাঁপিয়ে ওঠেন তিনি। আর এই কথা একসময় ছড়িয়ে পরে তাদের বন্ধু মহলে। এতেই মজার ছলে বিশাল এক চুক্তিপত্র বানিয়ে বসেন বন্ধুরা।

তবে আইনগত কোনো চুক্তি নয় এটি। ইন্সটাগ্রামে শান্তি-মিন্টুর চুক্তিপত্রে সাক্ষর করার ওই ভিডিও এখন পর্যন্ত সাড়ে ৪ কোটি বার দেখা হয়েছে।

এটিএম/

Exit mobile version