Site icon Jamuna Television

টাঙ্গাইলে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলে ৫২০০ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশ। যার বাজার মূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা।

শনিবার (১৬ জুলাই) দিবাগত রাতে কালিহাতী উপজেলার সল্লা গ্রামের এক টেইলার্সের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী কালিহাতি থানার কদিম হামজানি গ্রামের মৃত: জামাল উদ্দিনের ছেলে।

আজ ১৭ জুলাই রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা দক্ষিণ শাখার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন।

তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার সল্লা গ্রামের শাহীন আলমের ভাড়াকৃত দোকানের ভেতর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোট ৫২০০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাহীন আলমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে কালিহাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০(গ) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

এটিএম/

Exit mobile version