Site icon Jamuna Television

অস্ত্র নয়, বিধ্বস্ত কার্গো বিমানটিতে প্রশিক্ষণ মর্টার শেল ছিল: আইএসপিআর

সার্বিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে আসার সময় গ্রিসে বিধ্বস্ত হওয়া কার্গো বিমানটি মর্টার শেল বহন করছিল। তাতে কোনো অস্ত্র ছিল না। ডাইরেক্টরেট জেনারেল অব ডিফেন্স পারচেজ (ডিজিডিপি) ক্রয় চুক্তির আওতায় কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে চালানটি বাংলাদেশে আসছিল। উক্ত চালানে কোনো অস্ত্র ছিল না এবং তা বীমার আওতাভুক্ত।

রোববার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার গ্রিসের উত্তরাঞ্চলের কাভালা শহরে বিধ্বস্ত হয় ইউক্রেনভিত্তিক প্রতিষ্ঠান পরিচালিত আন্তোনভ অ্যান-১২ কার্গো বিমানটি। তাতে ক্রুসহ আটজন আরোহী ছিলেন; এদের সবাই মারা গেছেন। ঢাকায় পৌঁছানোর আগে জর্ডান, সৌদি আরব ও ভারতে যাত্রাবিরতি করার কথা ছিল কার্গো বিমানটির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইঞ্জিনের ত্রুটি দেখা দিলে গ্রিসের কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন পাইলট। কিন্তু সিগন্যাল হারিয়ে গেলে রানওয়েতে আর পৌঁছানো সম্ভব হয়নি। কাভালা শহরের কাছে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে।

/এমএন

Exit mobile version