Site icon Jamuna Television

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার কলেজছাত্র রিমান্ডে

নড়াইলে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার কলেজছাত্রের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। লোহাগড়া আমলি আদালতে হাজির করে পুলিশ অভিযুক্তের ৭ দিনের রিমান্ড চাইলে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (১৭ জুলাই) শুনানি শেষে বিচারক মোহম্মদ মোরশেদুল আলমের আদালতে তার রিমান্ড মঞ্জুর হয়। গত রাতে তাকে খুলনা থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার লোহাগড়ার দিঘলিয়া এলাকার ওই কলেজছাত্রের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং আশপাশের সনাতন ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত যুবকের বাবাকেও পুলিশ হেফাজতে নেয়া হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন।

/এডব্লিউ

Exit mobile version