Site icon Jamuna Television

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই জয়াসুরিয়ার অনন্য কীর্তি

প্রবাথ জয়াসুরিয়া। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে এসেই দারুণ এক কীর্তি গড়লেন লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথম কোনো বাঁহাতি স্পিনার হিসেবে ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসের প্রতিটিতেই নিলেন পাঁচ উইকেট। পাকিস্তানের সাথে চলমান গল টেস্টের প্রথম ইনিংসে ৮২ রানে ৫ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের এই জায়গায় প্রথম হিসেবে নিজের নাম লিখলেন প্রবাথ জয়াসুরিয়া।

এর আগে, ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসের প্রতিটিতেই পাঁচ উইকেট নেয়ার কীর্তি ছিল পেসার রিচার্ডসন ও লেগ স্পিনার গ্রিমেটের। ১৯২৫ সালে সবশেষ এই রেকর্ড গড়েছিলেন গ্রিমেট। তার ৯৬ বছর পর রেকর্ডে নিজের নাম লেখালেন প্রবাথ জয়াসুরিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচের দুই ইনিংসে ৬টি করে উইকেট শিকার করেছিলেন এই লঙ্কান স্পিনার। এবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। সব মিলিয়ে দারুণ এক কীর্তি গড়েন প্রবাথ জয়াসুরিয়া। তার সামনে সুযোগ আছে টানা চার ইনিংসে ৫ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়ার।

আরও পড়ুন: আফ্রিদির খোঁচার পর বাবরের সেই টুইটের প্রত্যুত্তর দিলেন কোহলি

/এম ই

Exit mobile version