Site icon Jamuna Television

লাইভ অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী রুশ সাংবাদিক আটক

টিভিতে লাইভ অনুষ্ঠান চলাকালীন সময় রুশ-ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদকারী রুশ সাংবাদিককে আটক করেছে সেদেশের পুলিশ। আটক সাংবাদিকের নাম মেরিনা ওভস্যানিকোভা। ৪৪ বছর বয়সী এই নারী সাংবাদিকের আইনজীবী তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপির।

ক্রেমলিন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, আটক সাংবাদিকের সহকর্মীরা মেরিনার টেলিগ্রাম অ্যাকাউন্টে তার গ্রেফতারের বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেছেন এবং তিনি এখন কোথায় আছেন তা এখনও জানা যায়নি বলেও জানিয়েছে।

টেলিগ্রাম পোস্টে ৩টি ছবিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সাইকেল চালানোর সময় দু’জন পুলিশ অফিসার সাংবাদিক মেরিনাকে একটি সাদা ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে।

তার আইনজীবী দিমিত্রি জাখভাতভ, রিয়া-নভোস্তি সংবাদ সংস্থাকে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওভস্যানিকোভাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তিনি জানেন না। তবে তিনি বলেন, গ্রেফতারের বিষয়টি কোনোভাবে তার যুদ্ধের প্রতিবাদের সাথে সম্পৃক্ত।

এর আগে গেল মার্চ মাসে চ্যানেল ওয়ান টেলিভিশনের সম্পাদক ওভস্যানিকোভা তার নিয়মিত সংবাদ অনুষ্ঠানের সেটে একটি প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করেন। যেখানে ইংরেজিতে লেখা ছিল ‘নো ওয়ার’।

এটিএম/

Exit mobile version