Site icon Jamuna Television

অল্প সময়ের বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতা

সকাল থেকে হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে স্কুল ও অফিসগামী নগরবাসীকে।

পানি জমে থাকায় অনেক রাস্তায় যান চলাচল করছে ধীরগতিতে। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। জলাবদ্ধতার কারণে চলাচলের স্থান সংকুচিত হয়ে পড়ায় সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজটের। সকালের অল্প সময়ের বৃষ্টিতেই রাজধানীর মালিবাগ, মগবাজার, ধানমন্ডি ও মিরপুর এলাকায় জলবদ্ধতা তৈরি হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, সকাল ৯টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিকেলেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী ৪-৫ দিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাসও দেয়া হয়েছে।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version