Site icon Jamuna Television

খেলার মাঠে কলাগাছ রোপন, এবার বিদ্যালয়ের প্রবেশ পথই বন্ধ করে দিলো প্রভাবশালীরা

রাজশাহী ব্যুরো:

রাজশাহী পবার ভুগরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথের ৩ দিকে ইটের প্রাচীর নির্মাণ করেছে প্রভাবশালীরা। এতে স্কুলের ভেতরে প্রবেশ করতে পারছে না শিক্ষার্থীরা।

রোববার (১৭ জুলাই) ঈদের ছুটির পর স্কুল খুললেও শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করতে না পারায় ক্লাস হয়নি। ফলে বাড়ি ফিরতে হয় ১৩৯ জন শিক্ষার্থীকে। সোমবারও একই অবস্থা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম।

এর আগে স্কুলটির খেলার মাঠে কলাবাগান করে প্রভাবশালী চক্রটি। স্থানীয়রা জানায়, শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে ও আশেপাশের জায়গা স্কুলের সাবেক সভাপতি ও নওহাটা পৌরসভা যুুবলীগের আহ্বায়ক জয়নাল হোসেনের। জমি আছে স্থানীয় পলাশেরও। ঈদের ছুটিতে বন্ধ থাকায় দু’জনে স্কুলের তিন দিকে প্রাচীর নির্মাণ করে। যদিও দ্রুতই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে প্রশাসন।

এসজেড/

Exit mobile version