Site icon Jamuna Television

আগামী ৪ বছরে ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ

আইসিসির এফটিপি খসড়া অনুযায়ী পরবর্তী দুই টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। এর মধ্যে ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত টাইগাররা খেলবে ৬টি সিরিজ।

ঘরের মাঠে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে আতিথ্য দেবে বাংলাদেশ। আর বিদেশের মাটিতে ভারত, উইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।

এদিকে ২০২৫ থেকে ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপেও খেলা হবে ৬টি টেস্ট সিরিজ। যেখানে ঘরের মাটিতে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। আর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়া সফর করবে ক্রিকেটে লাল-সবুজের প্রতিনিধিরা।

/এমএন

Exit mobile version