Site icon Jamuna Television

দুই ধাপে দেশে ফিরছে টাইগাররা

উইন্ডিজ মিশন শেষে দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০ জুলাই প্রথম এবং ২১ জুলাই দ্বিতীয় ধাপে ঢাকায় পা রাখবে ক্রিকেটে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দলের সঙ্গে ফিরছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। যুক্তরাজ্যের লন্ডনে কয়েকদিন ছুটি কাটিয়ে দেশে ফিরবেন তিনি।

উইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরমেন্সের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় পুরো দল। তামিম ইকবালের নেতৃত্বে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দেয় টাইগাররা।
/এমএন

Exit mobile version