Site icon Jamuna Television

শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কাজুড়ে আবারও জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। রোববার ১৭ জুলাই) গভীর রাতে জারি করা হয় এ বিষয়ক ডিক্রি। খবর রয়টার্সের।

সামাজিক অস্থিরতা কমাতে এবং অর্থনৈতিক সংকট নিরসনে নতুনভাবে এই উদ্যোগ নেয়া হয়েছে, এমনটা জানানো হয় ডিক্রিতে। জনতার সুরক্ষা, রাষ্ট্রীয় বিধিমালা সমুন্নত এবং সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখাই এর উদ্দেশ্য। সরকারি নোটিশে এই কারণগুলো উল্লেখ করা হয়।

গেলো সপ্তাহজুড়ে শ্রীলঙ্কার রাজনীতিতে ছিল চড়াই-উৎরাই। নানা নাটকীয়তার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সিঙ্গাপুর থেকে পার্লামেন্ট স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

এরপরই সংবিধান অনুসারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে। তবে, শিগগিরই সরকার গঠনে পার্লামেন্টে চলছে অধিবেশন। আগামী বুধবার নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনে হবে ভোটাভুটি।

/এমএন

Exit mobile version