Site icon Jamuna Television

সুদানে নৃগোষ্ঠীগুলোর সংঘাতে প্রাণহানি ৬৫, নিহতদের বেশিরভাগ তরুণ

সুদানের নীলনদ এলাকায় নৃগোষ্ঠীগুলোর মধ্যকার সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬৫ জনে। সোমবার (১৭ জুলাই) দেশটির প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী গামাল নাসের জানিয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।

শনিবার থেকেই সুদানের হৌসা এবং বিরতা নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে চলছিল সংঘাত। মূলত জমি অধিগ্রহণ বিষয়ক বিরোধ থেকে গণ্ডগোলের সূত্রপাত। কর্তৃপক্ষের দাবি, নিহতদের বেশিরভাগ তরুণ ও মধ্যবয়সী পুরুষ। সবাই ধারালো অস্ত্রের আঘাতে বা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

স্থানীয় হাসপাতালগুলোয় আহতদের ভর্তি করা হলেও রয়েছে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের সংকট। তাই হেলিকপ্টারের মাধ্যমে কমপক্ষে ১৫ মুমূর্ষু রোগীকে নেয়া হয়েছে রাজধানীতে।

অঞ্চলটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামরিক এবং আধা-সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

/এডব্লিউ

Exit mobile version