Site icon Jamuna Television

রাতে বিদায় জানিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট, সকালে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আত্মহত্যার ইঙ্গিত জানিয়ে ফেসবুকে ভিডিও পোস্টকারী হিমেল মীর (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশে। সোমবার (১৮ জুলাই) বেলা ১০টার দিকে উপজেলার পশ্চিম ব্রজেরহাটি গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হিমেল উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের শাহীন মীরের ছেলে। সে তার মায়ের সাথে গত ৬ বছর ধরে নানা বাড়ি ব্রজেরহাটিতে বসবাস করে আসছিলো। লাশ উদ্ধারের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্ট করা একটি ভিডিও পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে পোস্ট করা ভিডিওতে সে জানায়, তার মৃত্যুর জন্য কেউ দায়ী না। বন্ধুদের প্রতি পরিবার ও মাকে দেখে রাখারও অনুরোধ জানান তিনি।

পরিবারের লোকজন জানায়, রাতে সবার সাথে কথা বলে নিজের ঘরে ঘুমোতে যায় হিমেল। রাত দুইটার দিকে হিমেলের এক বন্ধু পরিবারের লোকজের কাছে ফোন দিয়ে ফেইসবুকের ভিডিও’র কথা জানায়। এরপর দ্রুতই তারা দরজা ভেঙে ভেতরে গিয়ে রশিতে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত ও মৃত অবস্থায় হিমেলকে উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক জানান, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version