Site icon Jamuna Television

তানিয়ার সাথে বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে করলেন এসআই টুটুল

বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসআই টুটুল। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী টেলিভিশন উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন। গেল ৪ জুলাই যুক্তরাষ্ট্রে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

স্ত্রী তানিয়ার সাথে বিবাহ বিচ্ছেদের মাত্র এক বছরে মাথায় বিয়ে করলেন এই সঙ্গীত তারকা।

এ বিষয়ে এসআই টুটুল গণমাধ্যমকে বলেন, আমি ও তানিয়া আলাদা ছিলাম ৫ বছর। গত বছর আমার ও তানিয়ার অফিসিয়ালি তালাক হয়। এর পর কনসার্টসহ নানা কাজে আমার যুক্তরাষ্ট্রে যাতায়াত শুরু হয়। আরটিভির একটি রিয়ালিটি শো থেকে আমার ও সোনিয়ার পরিচয়। যেহেতু আমরা দু’জনই ম্যাচিওর ও সিঙ্গেল, তাই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নেই।

টুটুলকে বিয়ে প্রসঙ্গে সোনিয়া বলেন, ১২ বছর ধরে তিনি সিঙ্গেল। তিনি নিজেও জীবন সঙ্গী খুঁজছিলেন। তাই টুটুল যখন তাকে বিয়ের প্রস্তাব দেন, তাতে তিনি রাজি হয়ে যান। সেই থেকে আমি-তুমি থেকে আমরা হয়েছেন তারা।

সোনিয়া আরও জানান, তাদের আকদ হয়েছে। তবে খুব দ্রুতই তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুবান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করবেন। সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

এটিএম/

Exit mobile version