Site icon Jamuna Television

নরসিংদীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর পলাশ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়ায় এক যুবককে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রাতে অভিযুক্ত যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আল্লাহ ও মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হলে তার গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে।

পলাশ থানার ওসি মো. ইলিয়াছ জানান, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এনএএস

Exit mobile version