Site icon Jamuna Television

পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরের মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

ফাইল ছবি

হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে নায়িকা পরীমণির বিরুদ্ধে করা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৮ জুলাই) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান এ আদেশ দেন। একই সাথে ৬ অক্টোবর এ বিষয় প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

এর আগে, ৬ জুলাই দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন সাভারের বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ।

জানা গেছে, বাদীর জবানবন্দি গ্রহণের জন্য ১৮ জুলাই মামলার বিষয়ে আদেশের জন্য তারিখ নির্ধারণ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান। মামলায় চিত্রনায়িকা পরীমণি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমাতুজ জান্নাত (বনি) ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে আসামি করা হয়েছে।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ৯ জুন রাতে পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢোকেন, পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এরপর তারা নাসিরউদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দেন ও ভাঙচুর করেন।

প্রসঙ্গত, এর আগেও পরীমণির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন জাতীয় পার্টির নেতা বিশিষ্ট ব্যবসায়ী নাসিরউদ্দিন।

/এনএএস

Exit mobile version