Site icon Jamuna Television

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

গতরাতে দুই জেলায় ‘বন্দুকযুদ্ধ’ ও গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, যশোর-মাগুরা সড়কের বাঘারপাড়ায় গোলাগুলির খবরে সেখানে যায় তাদের সদস্যরা। এসময় সন্ত্রাসীর পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে মারা যায় সে। গোলাগুলির পর একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী।

অন্যদিকে, মাদারীপুর পুলিশের দাবি, মাদক কারবারী বাচ্চুকে গতকাল গ্রেফতারের পর শিবচরে তাকে নিয়ে অভিযান যায় তারা। এসময় বাচ্চুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেয়া হলে মারা যায় বাচ্চু।

Exit mobile version