Site icon Jamuna Television

ভারতের বিপক্ষে সিরিজের জন্য উইন্ডিজের স্কোয়াড ঘোষণা

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্রাম কাটিয়ে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক জেসন হোল্ডার।

ভারত সিরিজের জন্য স্কোয়াড থেকে বাদ পড়েছেন সবশেষ বাংলাদেশের বিপক্ষে দলে থাকা অলরাউন্ডার রোমারিও শেফার্ড ও পেসার অ্যান্ডারসন ফিলিপ। ওয়ানডে ফরম্যাটে খুব একটা ভালো অবস্থানে নেই ক্যারিবীয়রা। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশসহ সবশেষ ৬ ম্যাচে হেরেছে তারা। চলতি বছর ১৫ ওয়ানডে খেলে মাত্র ৪টিতে জয় উইন্ডিজের। এবার খর্ব শক্তির উইন্ডিজের বিপক্ষে সর্বশক্তি নিয়ে লড়বে নিকোলাস পুরানের দল। আগামী ২২, ২৪ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুদাকেশ মোতি, কিমো পল, রভম্যান পাওয়েল, জেডন সিলস।

আরও পড়ুন: দুই ধাপে দেশে ফিরছে টাইগাররা

/এম ই

Exit mobile version