Site icon Jamuna Television

বিরামপুরে ৩ কন্যা সন্তানের জন্ম; নাম স্বপ্ন, পদ্মা ও সেতু

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে একসাথে তিনটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন জোতবানী ইউনিয়নের টেগরা গ্রামের সাদিনা বেগম (৩২)। স্বপ্নের পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা এবং সেতু। সাদিনা বেগম উপজেলার টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। ক্লিনিক সূত্রে জানা গেছে জন্ম নেয়া তিন শিশু ও মা সুস্থ রয়েছে।

সোমবার (১৮ জুলাই) দুপুরে ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে এই তিন কন্যা শিশুর জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. ইমার উদ্দিন কায়েস বলেন, দুপুর ১২ টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে এই তিন শিশুর জন্ম হয়। মা ও সন্তানেরা সুস্থ আছে। তবে নবজাতক শিশুদের উন্নত চেকআপের জন্য দিনাজপুরে রেফার করা হয়েছে।

/এনএএস

Exit mobile version