Site icon Jamuna Television

পিরোজপুরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার দরিদ্র এক শিশুকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মেধাবী শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত একমাত্র অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রোববার (১৭ মে) বিকেলে পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পিরোজপুর পৌরসভাধীন খামকাটা এলাকার কৃষক মো. অলিউল মাহাজন (৪৫) একটি পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করেন। সেই সুবাদে সে ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়িতে পাওয়ার টিলারের বিভিন্ন যন্ত্রাংশ রাখতেন। এ কারণে ওই বাড়িতে প্রায়ই অলিউলের যাতায়াত ছিল। ঘটনার দিন, গত বুধবার সকালে পাওয়ার টিলারের যন্ত্রাংশ আনার জন্য অলিউল ওই বাড়িতে যান। যন্ত্রাংশ নেওয়ার জন্য শিশুটিকে ঘরের দরজা খুলতে বলেন তিনি। তখন শিশুটির মা ঘরে ছিলেন না। এসময় শিশুটিকে একা পেয়ে অলিউল তাকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে ঘরের মধ্যে শুয়ে থাকা তার ভাই ছুটে আসলে অলিউল সেখান থেকে সটকে পড়েন। এরপর শিশুটির মা বাড়িতে আসলে তাকে বিস্তারিত জানায়।

বিষয়টি জানাজানি হওয়ার পর অলিউল স্থানীয়ভাবে মিটমাটের চেষ্টা করেন। এছাড়া ভুক্তভোগী শিশুটির পরিবার দরিদ্র হওয়ায় তারা এ বিষয়ে প্রথমে মামলা করার সাহস পায়নি। পরবর্তী কালে আত্মীয়দের পরমর্শে থানায় মামলা দায়ের করেন শিশুটির মা। তবে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত অলিউল। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জা.মো মাসুদুজ্জামান জানান অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এডব্লিউ

Exit mobile version