Site icon Jamuna Television

অবৈধভাবে মহেশপুর সীমান্ত পারাপারের সময় দালালসহ আটক ৩৬

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দালালসহ ৩৬ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে ৫৮ বিজিবি তাদেরকে আটক করে।

বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ৫৮ বিজিবির অধীনস্থ যাদবপুর, মাটিলা ও খোসালপুর বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৩ জন পুরুষ ও বাকি ১১ জন শিশু। তাদের বাড়ি ঢাকা, গোপালগঞ্জ, যশোর, নড়াইল, বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরা জেলায়।

৫৮ বিজিবির অধিনায়ন লে. কর্নেল শাহীন আজাদ জানান, আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি। মামলার বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর থানার ওসি সেলিম মিয়া। তিনি জানান, আটকদের আদালতে পাঠানো হয়েছে।

/এডব্লিউ

Exit mobile version