Site icon Jamuna Television

ডিপিডিসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে লোডশেডিংয়ের শিডিউল

ডিপিডিসির ওয়েবসাইটে প্রকাশিত লোডশেডিংয়ের শিডিউল, যা পরবর্তীতে পাওয়া যাচ্ছে না।

এলাকাভিত্তিক লোডশেডিংয়ের শিডিউল প্রকাশ করেও তা তুলে নেয়ার পর এখন আবার তা দেখা যাচ্ছে ডিপিডিসির ওয়েবসাইটে। সার্ভার জটিলতার কারণে এই সাময়িক সমস্যা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সচিবালয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকের সময়ই ডিপিডিসির ওয়েবসাইটে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের ৯টি শিডিউল প্রকাশ করা হয়। তাতে অধিকাংশ এলাকাতেই দুই ঘণ্টা লোডশেডিংয়ের শিডিউল উল্লেখ ছিল। মুহূর্তেই তা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কিন্তু, এলাকাভিত্তিক এক ঘণ্টা লোডশেডিং দেয়া হবে, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের এমন মন্তব্যের পরপরই ডিপিডিসির ওয়েবসাইট থেকে প্রকাশ করা শিডিউল খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে এই জটিলতার ঘণ্টাখানেক পরই আবার ডিপিডিসির ওয়েবসাইটে গিয়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের শিডিউল দেখা এবং ডাউনলোড করা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: ঢাকায় কোথায় কখন লোডশেডিং

/এম ই

Exit mobile version