Site icon Jamuna Television

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

ট্রাম্প-কিম বৈঠকের সাফল্যের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সাথে সাক্ষাৎ করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা। নিউইয়র্কের ন্যাশনস প্লাজা টাওয়ারে হয় এই বৈঠক।

এ জন্যেই কয়েক ঘণ্টা আগে চীন থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়ে আসেন শীর্ষ কূটনীতিকরা। যাদের নেতৃত্ব দিচ্ছেন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চল। বিশ্ব গণমাধ্যমে সাবেক এই সেনা গোয়েন্দা কর্মকর্তাকে কিম জং উনের ডানহাত বলা হয়। এরপরই হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়, সিঙ্গাপুরে আসন্ন ট্রাম্প-কিম বৈঠক ছিলো তাদের আলোচনার মূল বিষয়বস্তু। ২০০০ সালের পর এই প্রথমবার যুক্তরাষ্ট্রে পা রাখলেন উত্তর কোরিয়ার শীর্ষ কোন কর্মকর্তা।

Exit mobile version