Site icon Jamuna Television

টঙ্গীতে গৃহবধূকে গলা কেটে হত্যা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নার্গিস পারভিন (৪০) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

এলাকাবাসীর দাবি, সকাল থেকে টঙ্গী বাজার এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এই সুযোগে ডাকাতদল বাসায় ঢুকে গলা কেটে তাকে হত্যা করে বাসায় থাকা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। 

পুলিশ জানায়, নিহত নার্গিস পারভীনের এক মেয়ে আর স্বামী রয়েছে। স্বামী নায়েব আলী আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ডিউটিতে থাকায় নিহত নার্গিস পারভীন বাসায় একা ছিল। দুপুর তিনটা পর্যন্ত ফোনে কথা হয় নিহত নার্গিস পারভীনের স্বামীর সাথে। পরে নিহত নার্গিস পারভীনের ফোন বন্ধ পেলে পাশের লোকজনদের বাসায় গিয়ে স্ত্রীর খোঁজ দিতে বলে নায়েব আলী। পাশের বাড়ির লোকজন বাসায় গিয়ে গলা কাটা ও ঘরের সব আসবাবপত্র এলোমেলো দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ রাত ১০টার দিকে উদ্ধার করে। 

এদিকে, স্থানীয়দের অভিযোগ পরপর টঙ্গী এলাকায় অনেক চুরি-ছিনতাই ও ডাকাতি হচ্ছে। পুলিশ কাউকে আটক করতে পারছে না। 

/এনএএস

Exit mobile version