Site icon Jamuna Television

জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বিশ্রাম দেয়া হয়েছে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে। অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে অ্যারন ফিঞ্চের নাম।

প্যাট কামিন্সের পরিবর্তে দলে ফিরেছেন শ্রীলঙ্কা সফরে চোট পাওয়া পেসার শন অ্যাবট। তবে প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি দেয়া হয়েছে ট্রাভিস হেডকে। দলে ফিরেছেন স্পিনার অ্যাডাম জাম্পা, অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও অ্যাস্টন অ্যাগার। সবশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ দেয়া হয়েছে জশ ইংলিস, মিশেল সোয়েপসন, ম্যাথু কুনেমান ও ঝাই রিচার্ডসনকে।

অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের স্কোয়াড। ছবি: সংগৃহীত

আগামী ২৮, ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এরপর ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে অজিরা।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে সিরিজের জন্য উইন্ডিজের স্কোয়াড ঘোষণা

/এম ই

Exit mobile version