Site icon Jamuna Television

রাজধানীর ফ্ল্যাটে তরুণীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ 

রাজধানীর আদাবরে একটি বাসা থেকে সিনথিয়া নামের এক তরুণীর ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হলে বাসার মালিক পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

আদাবর বাইতুল আমান হাউজিং এলাকার ১২ নম্বর রোডের ৬৮৭ নম্বর বাড়ির পাঁচ তলার একটি ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসায় তিনি ও তার স্বামী থাকতেন। তাদের কোনো ছেলে-মেয়ে নেই।

জানা যায়, দুই বছর আগে পরিবারের অমতে বিয়ে করে স্বামী রাব্বানীর সাথে বাসাটিতে ভাড়া থাকতেন ঐ তরুণী। গত শুক্রবার গ্রামে যান সিনথিয়ার স্বামী রাব্বানী। এরপর সোমবার (১৮ জুলাই) সিনথিয়ার অর্ধগলিত ঝুলন্ত লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। নিহতের স্বজনরা জানিয়েছেন, সিনথিয়ার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেয়ার মামলা করবেন তারা।

/এডব্লিউ

Exit mobile version