Site icon Jamuna Television

পাকিস্তানে নৌকাডুবিতে প্রাণ গেল ২০ জনের

পাকিস্তানে নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ জুলাই) সাদিকাবাদ জেলার এই দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩০ জন। খবর আল জাজিরার।

প্রশাসন বলছে, একটি নৌকায় করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো শতাধিক যাত্রী। যার বেশির ভাগই নারী ও শিশু। যাত্রার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় নৌকাটি। পরে স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। নদী থেকে একে একে তোলা হয় মরদেহ। শঙ্কা করা হচ্ছে নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।

তবে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ৩৫ সদস্যের একটি দল। কিভাবে দুর্ঘটনার কবলে পড়লো নৌযানটি সে সম্পর্কে এখনও কিছু যানা যায়নি। ধারণা করা হচ্ছে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহর করা হচ্ছিলো নৌকাটিতে।

এটিএম/

Exit mobile version