Site icon Jamuna Television

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষ, ১৩ কয়েদি নিহত

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ১৩ কয়েদি নিহত হয়েছে। সোমবারের (১৮ জুলাই) এই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

সান্ত ডোমিঙ্গো কারাগারে এদিন হঠাৎই দাঙ্গা শুরু হয়। দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে বিবিসি বলছে, পূর্ব শত্রুতা এবং আধিপত্য বিস্তারের কারণে সংঘাতে জড়ায় বিভিন্ন গ্রুপ। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় সেনা ও অতিরিক্ত নিরাপত্তা সদস্য।

দেশটির কারাগারগুলোতে প্রায়ই দাঙ্গার ঘটনা হয়। মে মাসে সংঘাতে অন্তত ৪৪ কয়েদির মৃত্যু হয়েছে। গেলো বছর এই সংখ্যা ছিল ৩১৬। মানবাধিকার কর্মীরা বলছেন, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্তি আসামি রাখাসহ নানা অব্যবস্থাপনার করণেই ঘটছে দাঙ্গার মতো পরিস্থিতি।

/এডব্লিউ

Exit mobile version