Site icon Jamuna Television

জাপানের সৈকতে উদ্ধার হওয়া কচ্ছপগুলোর শরীরে ছিল ছুরিকাঘাতের চিহ্ন

জাপানের একটি দ্বীপের সৈকত থেকে অন্তত ৩০টি কচ্ছপের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সামুদ্রিক এই সবুজ কচ্ছপের বেশিরভাগের শরীরেই ছিল ছুরিকাঘাতের চিহ্ন।

গ্রিন সি টার্টলগুলোর শরীরে ছুরির আঘাত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে পরিবেশবাদীদের মধ্যে। ইতোমধ্যে পুলিশও ব্যাপারটি নিয়ে ভাবতে শুরু করেছে। কচ্ছপগুলো প্রথমে যাদের নজরে পড়েছিল, পুলিশ তাদের সাথে কথা বলে ছুরির আঘাতের কারণ অনুসন্ধানের চেষ্টা করছে। সিএনএনের খবরে বলা হয়েছে, ভাটার সময় কচ্ছপের মরদেহগুলো পারে ভেসে আসলে সেগুলো উদ্ধার করে স্থানীয়রা।

এদিকে, স্থানীয় পোর্টালে দেয়া সাক্ষাৎকারে এক জেলে জানায়, মাছ ধরার জালে আটকা পড়ে কয়েকটি কচ্ছপ। পরে সেগুলোকে ছাড়াতে গেলে আঘাত পায়। এছাড়া কিছু কচ্ছপ তুলনামূলক বড় হওয়ায় সেগুলোকে জাল থেকে ছাড়াতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলেও স্বীকার করেন জেলেরা।

এই ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ। এই ধরনের সবুজ সামুদ্রিক কচ্ছপকে বিপন্ন প্রজাতির তালিকায় রেখেছে জাপান ও বিশ্ব সংরক্ষণ সংস্থাগুলো।

/এডব্লিউ

Exit mobile version