Site icon Jamuna Television

সোমালিয়ায় বিমান বিধ্বস্তে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩৩ যাত্রী

সোমালিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ৩৩ আরোহী। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খবর রয়টার্সের।

সোমবার (১৮ জুলাই) সকালে রাজধানী মোগাদিশুর আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণকালে হয় এ দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবতরণকালে আকস্মিক উল্টে যায় বিমানটি। ছিটকে পড়ে রানওয়েতে। এসময় উড়োযানটিতে আগুন লেগে কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। ঘটনার পর পরই সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার করা হয় ৩৩ আরোহীর সবাইকে।

কর্তৃপক্ষ জানায়, বাইদোয়া থেকে রাজধানী মোগাদিশুতে যাচ্ছিল বিমানটি। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত।

এটিএম/

Exit mobile version