Site icon Jamuna Television

রাশিয়াকে রাজি করাতে বৈঠক ইরানে, যাচ্ছেন পুতিন

ইরানের রাজধানীতে আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় বৈঠক। মূলত কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য পরিবহনের ব্যাপারে রাশিয়াকে রাজি করাতেই এ আয়োজন। এরইমধ্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পৌঁছেছেন দেশটিতে। রওনা হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। খবর আল জাজিরার।

গেলো সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক হলেও, এবারই রাষ্ট্রপ্রধানরা বসছেন এক টেবিলে। এরপরই হতে পারে সমঝোতা চুক্তিসই।

শর্ত অনুসারে, রাশিয়ার দখলে থাকা ওডেসা বন্দর থেকে ইউক্রেনের শস্য ও পণ্যবাহী জাহাজগুলো বের হবে। যা নজরদারি করবে তুরস্ক এবং জাতিসংঘের যৌথ পর্যবেক্ষক কমিটি। ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকে কার্যত বন্ধ বন্দরগুলো। আটকা পড়েছে ২ কোটি মেট্রিক টন পরিমাণ শস্য।

এছাড়া, ত্রিদেশীয় বৈঠকে সিরিয়ায় হামলা বন্ধের ইস্যুও আলোচিত হবে। সন্ত্রাসবাদ নির্মূলের অজুহাতে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অভিযানের ঘোষণা দিয়েছে তুর্কি প্রশাসন। যা, ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাবে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহি বলেন, যুদ্ধের বদলে শান্তি চায় ইরান। কারণ, সিরিয়ায় নতুনভাবে হামলা চালানো হলে, লাখ-লাখ মানুষ শুধু বাস্তুচ্যুত-ই হবেন। রাজনৈতিক প্রক্রিয়ায় সমাধানে আগ্রহী আমরা। সিরীয় শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠাতে চাই। সিরিয়ায় শান্তি-স্থিতাবস্থা এবং নিরাপত্তা প্রতিষ্ঠা ত্রিদেশীয় এ বৈঠকের অন্যতম এজেন্ডা।

এটিএম/

Exit mobile version