Site icon Jamuna Television

নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা সম্ভব না: পুতিন

ছবি: সংগৃহীত।

রাশিয়াকে বিশ্ব থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, পশ্চিমা দেশগুলোর দেয়া নিষেধাজ্ঞাও রাশিয়ার উন্নতির পথে বাধা সৃষ্টি করতে ব্যর্থ হবে। সোমবার (১৮ জুলাই) এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন দেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিতে নানামুখী দিক নির্দেশনা দেন তিনি। বিশেষভাবে জোর দেন প্রযুক্তবিষয়ক কোম্পানিগুলোর উন্নয়নের দিকে। খবর আল জাজিরার।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এর ফলে বিশ্ব বাণিজ্যে দেশটি অংশগ্রহণ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া। তবে পুতিনের দাবি, পশ্চিমাদের সৃষ্ট এ সঙ্কট দেশটির সার্বিক অগ্রগতিতে কোনো প্রভাবই ফেলবে না।

সোমবার সরকারি কর্মকর্তাদের সাথে একটি ভিডিও কনফারেন্সে পুতিন বলেন, পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার উন্নয়ন সম্ভব না, এটা স্পষ্ট। বর্তমান সময়ে কেউ চাইলেই একটা গণ্ডি তৈরি করে দিতে পারে না। এটাও সম্ভব না। এমন পরিস্থিতিতে আমাদের প্রযুক্তি কোম্পানিগুলোর উন্নয়নের দিকে বিশেষ নজর দিতে হবে। এবং দ্রুত উন্নয়নশীল প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে সবরকম সহায়তা চালিয়ে যেতে হবে।

এদিকে, ইউক্রেনকে সামরিক সহায়তা বজায় রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনকে আরও ৫০৭ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেবে ইইউ। সোমবার (১৮ জুলাই) জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক টি প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সরঞ্জাম ক্রয়ে ব্যয় করা হবে ইউরোপীয় ইউনিয়নের পাঠানো এ অর্থ।

এসজেড/

Exit mobile version