Site icon Jamuna Television

পাতার মধ্যে লুকিয়ে আছে ব্যাঙ, আপনি কি খুঁজে পেলেন?

ছবি: সংগৃহীত।

ছবির ধাঁধাঁ সম্প্রতি খুব জনপ্রিয় হয়ে উঠেছে ইন্টারনেটে। তেমনই একটি ছবি বর্তমানে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন নেট মাধ্যমে। সেই ছবি শেয়ার দিচ্ছেন অনেকেই। নিচে কমেন্ট করেও অনেকে জানাচ্ছেন মতামত।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় অনেকগুলো গাছের পাতা। পাতাগুলো বিভিন্ন রঙের, স্তুপ হয়ে আছে। এরই মধ্যে এক কোণে লুকিয়ে আছে একটি ব্যাঙ। পাতাগুলোর হরেক রকমের রঙের কারণে হঠাৎ করে ব্যাঙটিকে খুঁজে পাওয়া যায় না। তবে একটু মস্তিস্ক খাটালেই পেয়ে যাবেন আপনিও।

ছবিটিতে অনেকেই চেষ্টা করেছেন ব্যাঙটিকে খোঁজার। অনেকে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাওয়ার দাবি জানিয়েছেন। অনেকে বলছেন, এর মধ্যে কোনো ব্যাঙই নেই। পাতাগুলোর স্তুপে আপনি কি খুঁজে পেলেন ব্যাঙটিকে? না পেলে আপনার জন্য রইলো সমাধান-

Exit mobile version