Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন সস্ত্রীক গুরুতর আহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং তার স্ত্রী তোহফা সাদিয়া বিথী। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে তাদের।

গতকাল সোমবার রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ঢাকায় ফিরছিলেন তারা। পথিমধ্যে রাত ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে প্রাইভেট কার ও হাইসের মুখোমুখি সংঘর্ষে শোভন-বিথী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। উল্লেখ্য, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শোভনের গ্রামের বাড়ি।

জানা গেছে, দুর্ঘটনার সময় চালকের সিটের পাশের সিটে বসেছিলেন শোভন। আর গাড়ি চালচ্ছিলেন তার বন্ধু পীযুষ ভট্টাচার্য। অন্যদিকে পেছনে বসেছিলেন শোভনের স্ত্রী ও তাদের গৃহকর্মী। এ দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন শোভন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন শোভন। কিন্তু এক বছর গড়াতেই অনিয়মের অভিযোগে তাকে সরে যেতে হয়েছিল।

/এমএন

Exit mobile version