Site icon Jamuna Television

প্রিমিয়ার ডিভিশনে আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যার কথা আমার জানা নেই: পাপন

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফাইল ছবি।

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যার কথা জানা নেই বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (১৯ জুলাই) বিসিবির বার্ষিক সাধারণ সভায় সংবাদ সম্মেলনে পাপন জানান, এখন সকল ডিভিশনের ক্রিকেটই রেকর্ড করা হয়। আর এই উদ্যোগের পর আম্পায়ারিং নিয়ে নতুন কোনো অভিযোগ আসেনি।

বিসিবি সভাপতি বলেন, প্রিমিয়ার ডিভিশনে আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যা হয়েছে, তা আমার জানা নেই। আমাদের সব রেকর্ড করা আছে। আমরা প্রিমিয়ার ডিভিশন আগেই শুরু করেছিলাম। তবে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ও থার্ড ডিভিশনে নাকি এ নিয়ে সমস্যা আছে। এ ব্যাপারে আমাদের কাছে অভিযোগ আসতো। তারপর ফার্স্ট ডিভিশন ক্রিকেটে সব রেকর্ড করা হচ্ছে। এখন আমরা সবগুলোতেই করছি।

নাজমুল হাসান পাপন আরও বলেন, এ ব্যাপারে উল্লেখযোগ্য ব্যাপার হলো, যখন থেকে রেকর্ড করা হচ্ছে তখন থেকে কিন্তু অভিযোগ আসছে না। এখন আমাদের কাছে রেকর্ড আছে। নির্দিষ্ট করে অভিযোগের কথা বললেই আমরা দেখতে পারবো কোথায় কী ঘটেছে। গত বছর আমরা একটাও অভিযোগ পাইনি। বেশ কিছু অভিযোগের ব্যাপারে রেকর্ড করা তথ্য উপাত্ত আমরা বিদেশেও পাঠিয়েছি। তারাও কিছু খুঁজে পায়নি।

আরও পড়ুন: সব ক্লাবকেই কাউন্সিলরশিপ দেয়া হচ্ছে: পাপন

/এম ই

Exit mobile version