Site icon Jamuna Television

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ১৫

মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে বাস ও ট্রাকের সামনের অংশ।

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। তবে এ ঘটনায় কারো প্রাণহানির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাটুরিয়াগামী ‘পদ্মা দ্রুত গতি’ যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই যানবাহনের সামনের অংশই দুমড়ে মুচড়ে যায়।

এ ঘটনায় গাড়ির ভেতরেই আটকা পড়েন দুই চালক। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। দুর্ঘটনা কবলিত গাড়ি মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানায় পুলিশ।

এসজেড/

Exit mobile version