Site icon Jamuna Television

১৪ জুনের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার নির্দেশ

পোশাক শ্রমিকদের আগামী ১০ জুন বেতন ও ১৪ জুনের মধ্যে বোনাস প্রদান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আগামী বছরের ৩১ জানুয়ারির পর অ্যাকর্ড ও অ্যালায়েন্স বাংলাদেশে থাকতে পারবে না বলে জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে গার্মেন্টস মালিক-শ্রমিকদের সাথে বেতন ভাতা নির্ধারণ সভায় তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর ৫ বছর সময়ে তৈরি পোশাক খাতে কোন দুর্ঘটনা ঘটেনি। কারখানার পরিবেশ, শ্রমিকদের বেতন ভাতা, ফায়ার অ্যাপ্লায়েন্সসহ নানা কাঠামোতে পরিবর্তন এসেছে বলেও জানান তোফায়েল আহমেদ। দেশেই আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব কারখানা তৈরি পোশাক খাতের জন্য বিশাল অর্জন বলেও জানান তিনি।

Exit mobile version