Site icon Jamuna Television

গুজবকে উড়িয়ে হোয়াইট হাউসে মেলানিয়া

শেষ পর্যন্ত নানা গুজবকে উড়িয়ে দিয়ে ২০ দিন পর জনসম্মুখে এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ নিয়ে তিনি একটি টুইট করেন। এমনকি মিডিয়াতে তাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ির জন্য বিরক্তিও প্রকাশ করেন। সর্বশেষ ১০ মে উত্তর কোরিয়ার তিন মার্কিন গৃহবন্দীকে স্বাগত জানানোর সময় মেলানিয়াকে ট্রাম্পের সাথে দেখা গিয়েছিলো। এরপর আর তাকে জনসম্মুখে দেখা যায়নি।

এদিকে টুইটে মেলানিয়া লিখেন,‘আমার মনে হয় আমি কোথায় আছি এবং কি করছি এ নিয়ে মিডিয়াগুলো অতিরিক্ত জল্পনা শুরু করেছিল। আমি পরিবারের সাথে এখন হোয়াইট হাউসে আছি। ভালো আছি, আমেরিকান জনগণ ও শিশুদের জন্য কাজ করে যাচ্ছি।

তবে গত ১৪ মে হোয়াইট হাউজ এক বার্তায় জানায়, কিডনি জনিত সমস্যার কারণে মেলানিয়াকে রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে পাঁচদিন হাসপাতালে থাকার পরও তার অবস্থান সম্পর্কে আর জানানো হয়নি কিছু। এমনকি স্বাস্থ্যের অবস্থা জানিয়ে কোনো ছবিও প্রকাশ করা হয় নি।

Exit mobile version