Site icon Jamuna Television

কোহলির কাছে ২০ মিনিট সময় চান গাভাস্কার

সুনীল গাভাস্কার ও ভিরাট কোহলি। ছবি: সংগৃহীত

অনেকদিন ধরেই রান পাচ্ছেন না সাবেক ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই কোনো সেঞ্চুরি। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড সফরেও সেই একই চিত্র। টেস্ট, টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে; কোনো সংস্করণেই বড় স্কোর গড়তে পারেননি ভিরাট। ইংল্যান্ডে তার ইনিংসগুলো এমন- ১১,২০, ১, ১১, ১৬ ও ১৭। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলে নেই তিনি। এই অবস্থায় সাবেক ভারতীয় এ অধিনায়কের ব্যাপারে কথা বলছেন অনেকেই।

ভিরাটের অফফর্মের জন্য কিছু টোটকা দিতে চান ভারতের ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কারও। সমস্যার সমাধানের জন্য ভিরাটের কাছে ২০ মিনিট সময় চেয়েছেন ভারতের এই সাবেক ওপেনার।

গাভাস্কার বলেন, আমি যদি ২০ মিনিট সময় ভিরাটের সাথে কাটাই তাহলে তাকে বলতে পারবো তার কী করা উচিত। এটা তাকে সাহায্য করতে পারে। আমি বলছি না যে এটি করবে, কিন্তু করতে পারে। বিশেষ করে অফ স্ট্যাম্প লাইনে ভিরাটের সাম্প্রতিক দুর্বলতা নিয়ে।

আরও পড়ুন: শফিক-বাবরের ব্যাটে শ্রীলঙ্কায় জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান

গাভাস্কার বলেন, একজন ওপেনার হিসেবে ওই লাইনের বলে আমিও সমস্যায় পড়েছি। এখানে বেশ কিছু বিষয় করার আছে। যদি আমি তার সাথে ২০ মিনিট সুযোগ পাই তাহলে তাকে এ ব্যাপারে বলতে পারবো।

জেডআই/

Exit mobile version