Site icon Jamuna Television

ধান নিয়ে আর বাড়ি ফেরা হলো না, ট্রাক উল্টে ৩ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ধান বোঝাই ট্রাক উল্টে ৩ ধান কাটা শ্রমিক নিহত ও অপর ২ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার সাতাশিয়া পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রবীন্দ্র সরদার (৫০), মাধবেন্দ্র সরদার (৪৮) ও বিকাশ মন্ডল (৪৫)।

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার মাহামুদপুর গ্রামে ধান কাঁটা শেষ করে শ্রমিকরা ট্রাকে করে তাদের পারিশ্রমিক ভাগের ধান নিয়ে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে একই উপজেলার সাতাশিয়া এলাকায় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে ট্রাকটি ফেলে দেয়। এতে ট্রাকে থাকা ৩ শ্রমিক ঘটনাস্থলে নিহত হন এবং অপর ২ শ্রমিক গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা ও অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

Exit mobile version