Site icon Jamuna Television

লন্ডনে ছড়াচ্ছে আগুন

যুক্তরাজ্যে রেকর্ড মাত্রায় তাপদাহের মধ্যে লন্ডনে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, দমকলকর্মীরা বাসিন্দাদের চাহিদা মিটিয়ে যাচ্ছেন। শহরের বিভিন্ন স্থানে কয়েক ডজন অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। পূর্ব লন্ডনের গাছপালায় লাগা আগুন নেভাতে অন্তত ৩০টি ইঞ্জিন পাঠানো হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে বাসিন্দাদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ফায়ার ব্রিগেড। খবর বিবিসির।

এদিকে শহরটির মেয়র সাদিক খান পরিস্থিতিকে জটিল বলে আখ্যা দিয়ে মঙ্গলবার ও বুধবারে পার্ক, ব্যক্তিগত বাগান এমনকি বাড়ির আঙিনায় বারবিকিউ করা থেকে লোকজনকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যের আবহাওয়া দফতর জানায়, ইতিহাসে প্রথমবারের মতো ৪০ ডিগ্রি তাপমাত্রা দেখেছে ব্রিটেনবাসী। এর আগে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালে ব্রিটেনের কেমব্রিজ শহরে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অতিরিক্ত তাপপ্রবাহের ফলে সৃষ্ট আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে।

এছাড়া, গত কয়েকদিনের তাপদাহে দেশটিতে রেল লাইনগুলো বেঁকে যাওয়ায় রেল পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে যুক্তরাজ্য সরকার।

/এমএন

Exit mobile version