Site icon Jamuna Television

ভারি বৃষ্টিপাতে নাজেহাল নিউইয়র্ক

ভারি বৃষ্টিপাত-বন্যায় রীতিমতো নাজেহাল অবস্থা যুক্তরাষ্ট্রের ঝাঁ চকচকে শহর নিউইয়র্কের। মঙ্গলবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দুর্দশার চিত্র। খবর ইয়াহু নিউজের।

ম্যানহাটানের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয় আকস্মিক বন্যার। গলা সমান পানিতে দাঁড়ানো স্থানীয়দের ভিডিও ভাইরাল হয়।

প্রশাসনের দাবি, ময়লায় আটকে যাওয়া নালা-নর্দমা পরিষ্কারে নেমেছিলেন তারা। এরপরই লোকালয়ে কমে জলাবদ্ধতা। জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, গেলো ২৪ ঘণ্টায় নিউইয়র্ক সিটিতে ৪৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।নিউইয়র্ক ও নিউজার্সির বিভিন্ন কাউন্টিতে জারি করা হয় বন্যা সতর্কতা।

এটিএম/

Exit mobile version