Site icon Jamuna Television

শীতের আগেই যুদ্ধে জিততে চায় ইউক্রেন

প্রতিবেশী রাশিয়া যেন বেশিদিন যাবত যুদ্ধ চালিয়ে ইউক্রেনকে বিপর্যস্ত করতে না পারে এ জন্য আগামী শীতের আগেই এ যুদ্ধে জিততে হবে। এমন কথা বললেন, ইউক্রেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক।

মঙ্গলবার (১৯ জুলাই) ইউক্রেনীয় সাপ্তাহিক পত্রিকা নভোয়ে ভ্রেম্যাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। খবর এএফপির।

তিনি বলেন, শীতের আগেই আমাদের এ যুদ্ধে জয় লাভ করতে হবে। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শীতের পর রুশ বাহিনী আরও বড় পরিসরে আগ্রাসন চালাবে। ফলে আমাদের জন্য তা মোকাবেলা করা মুশকিল হয়ে দাঁড়াবে।

কিয়েভের দৃষ্টিভঙ্গির পুনরাবৃত্তি করে তিনি বলেন, পশ্চিমা মিত্রদের উচিত ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেয়া। এছাড়া মিত্রদের দেয়া প্রতিশ্রুতির ওপর নির্ভর করেই তারা এগোচ্ছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রাশিয়ার সাথে যেকোনো আলোচনা শুধুমাত্র অবরুদ্ধ বন্দরগুলো থেকে ইউক্রেনের শস্য রফতানি নিয়েই চলছে। যুদ্ধ কীভাবে শেষ হবে তা নিয়ে নয়।

এ সময় অ্যান্ড্রি বলেন, তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে নিয়মিত যোগাযোগ করছেন। তবে রাশিয়ার সাথে তার কোনো যোগাযোগ নেই।

এটিএম/

Exit mobile version