Site icon Jamuna Television

প্রোটিয়া লিগের ছয় দলের মালিকানায় আইপিএল ফ্রাঞ্চাইজিরা

দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগের ছয় দলের সবকটির মালিকানাই নাকি নিচ্ছে আইপিএলের ছয় ভারতীয় স্বত্তাধিকারী।

আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ। নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া এই টি–টোয়েন্টি লিগে খেলবে ছয়টি দল। ভারতের নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ছয়টি দলের মালিকানাই নিয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজিরা।

চেন্নাই সুপারকিংস স্পোর্টস লিমিটেড সবচেয়ে বেশি অর্থ দিয়ে কিনেছে জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজি। মুম্বাই ইন্ডিয়ানসের মালিক কিনেছে কেপটাউন। পোর্ট এলিজাবেথ কিনেছে সানরাইজার্স হায়দ্রবাদের মালিক সান টিভি গ্রুপ। লক্ষ্ণৌ সুপারজায়ান্টস কিনেছে ডারবানের ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও রাজস্থান পার্ল আর প্রিটোরিয়া দলটি কিনেছে দিল্লি ক্যাপিটালসের সহস্বত্বাধিকারী জিন্দাল সাউথ ওয়েস্ট স্পোর্টস।

/এমএন

Exit mobile version