Site icon Jamuna Television

ইউরোপের তাপপ্রবাহ পরিস্থিতি খারাপের দিকে যাবে: ডব্লিউএমও

তীব্র তাপপ্রবাহ এবং ভয়াবহ দাবানলে নাকাল ইউরোপের পশ্চিমাঞ্চল। বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও বলছে, সময়ের সাথে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। জলবায়ুর নেতিবাচক পরিবর্তনের পেছনে মানবসৃষ্ট কারণকেই দায়ী করছেন সংস্থাটির প্রধান পেত্তেরি তালাস। খবর রয়টার্সের।

তিনি জানান, ভবিষ্যতে ঘন-ঘন হবে দাবদাহ এবং সেগুলো হবে দীর্ঘস্থায়ী-প্রাণঘাতী। পর্তুগালে গেলো এক সপ্তাহে দাবদাহে প্রাণ হারিয়েছেন এক হাজার ৬৩ জন। দেশটিতে অনুভূত হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মঙ্গলবারও ফ্রান্সের ৬৪টি এলাকায় রেকর্ড তাপমাত্রা অনুভূত হয়।

গেলো ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখে পড়েছেন ফরাসিরা। নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ। পুড়ছে দেশটির ৪৮ হাজার একরের মতো বনভূমি। এছাড়া, জার্মানি-স্পেন-ইতালি ও ক্রোয়েশিয়ার মতো দেশগুলোর নতুন জায়গায় ছড়িয়েছে আগুনের লেলিহান শিখা।

এটিএম/

Exit mobile version