Site icon Jamuna Television

বিএনপির প্রোগ্রামে নেতাকর্মীর চেয়ে গাছে কাকের সংখ্যা বেশি ছিল: তথ্যমন্ত্রী

ফাইল ছবি।

জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েকজনকে নিয়ে প্রতিবাদ জানিয়ে বিএনপির কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, প্রেসক্লাবের সামনে আজকে বিএনপির প্রোগ্রামে তাদের নেতাকর্মীদের চেয়ে গাছে গাছে কাকের সংখ্যা বেশি ছিল। আমি সেদিক থেকে আসার সময় দেখেছি।

বুধবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে পদ্মা সেতু নিয়ে সংবাদ সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপির হুমকিতে কোনো কাজ হবে না। যথাসময়ে নির্বাচন হবে। অন্যান্য দেশের মতো বর্তমান সরকারই ওই সময় নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। আর ইসির অধীনে নির্বাচন হবে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি দেখার জন্য বিএনপি মহাসচিবকে বলবো। উন্নত প্রায় সবদেশে মুল্যস্ফীতির রেকর্ড ছাড়িয়েছে। সে তুলনায় বাংলাদেশ ভালো আছে। দুই-এক মাসের মধ্যে বিশ্ব পরিস্থিতি ভালো হলে সব নিয়ন্ত্রণে আসবে। বিশ্ব পরিস্থিতি না বুঝে বিএনপি আলু পোড়া খাওয়ার জন্য অপেক্ষায় আছে।

/এমএন

Exit mobile version